Published At 12 March, 2023
পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। তিনি ঢাকার বিভিন্ন শাখার নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।
নারী দিবসের প্রতিপাদ্য “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”-এর সঙ্গে সঙ্গতি রেখে কেক কেটে দিবসটি উদযাপনের মাধ্যমে নারী সহকর্মীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। নারী দিবস উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অফ আরএএমডি এন্ড ল ফিরোজ আলম, সিআইটিও মো. মোশাররফ হোসেন খান, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডস সায়ন্তনী ত্বিষা-সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।